ফিলিস্তিনে নিহতের ঘটনায় বাংলাদেশের শোক প্রকাশ

ইসরাইলের দখলদার বাহিনীর গত কয়েকদিনের নৃশংস হামলায় ফিলিস্তিনের নিরীহ জনগণ নিহত হওয়ায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি ইসরাইলের প্রতি নিন্দা জানান হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের রাষ্ট্রপতিকে লেখা এক বার্তায় এই শোক প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানায়।

ফিলিস্তিনের রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরাইলের দখলদার বাহিনীর নৃশংস আক্রমণে গত কয়েকদিনে ফিলিস্তিনের অনেক নাগরিক নিগত হন, এমন ঘটনায় আমি দুঃখ এবং শোক প্রকাশ করছি। ইসরাইলের অমানুষিক আক্রমণের প্রতি আমরা সজাগ রয়েছি। আমরা দেখেছি, গত ৯ অক্টোবর ইসরাইলের আক্রমণে ৭ জন নিরীহ ফিলিস্তিনি এবং ১০ অক্টোবরের হামলায় ২ জন শিশু নিহত হন। এ ছাড়া আরো বহু মানুষ আহত হন। ক্ষতিগ্রস্ত এই পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি এই অমানুষিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের বিচারের দাবি জানাচ্ছি।’



মন্তব্য চালু নেই