ফিলিপাইনে ২ চীনা কূটনীতিক খুন

ফিলিপাইনের সেচু শহরের একটি রেস্টুরেন্টে দুই চীনা কূটনীতিককের গুলি করে হত্যা করা হয়েছে। অপর একজন কূটনীতিক আহত হয়েছেন। আকস্মিকভাবে এক নারী ওই রেস্তোরাঁয় ঢুকে এলোপাতাড়ি গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতরা চীনা কনসুলেটের ডেপুটি কনসাল এবং ফিনান্স অফিসার। আর আহত হয়েছেন কনসাল জেনারেল, তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় এক চীনা পুরুষ ও নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ প্রধান প্রুদেনসিও বানাস বলেন, আমরা এই হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ‘আমরা এক চীনা নারীকে আটক করেছি। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একজন দোভাষির দরকার। তার কাছ থেকে জানতে চেষ্টা করবো আসলে ওই সময় কী ঘটিছিল।’

ঘটনার সময় ওই নারী চীনা কনসুলেটের দিকে হেঁটে যাচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় দুপুর দেড়টায়। লাইটহাউজ নামের ওই রেস্তোরাঁর মালিক স্টিফেন জন পাতেরো জানান, এই রেস্তোরাঁ অত্যন্ত জনপ্রিয়। এখানে ফিলিপাইনের খাবার পরিবেশন করা হয়। গুলির ঘটনা ঘটেছে রেস্তোরাঁর ব্যক্তিগত কক্ষে। এসব কক্ষ স্থানীয় রাজনীতিকদের খুব পছন্দের। তারা নিয়মিত এখানে বসে আলাপ আলোচনা করেন।

ম্যানিলায় চীনা দূতাবাসের মুখপাত্র লি লিংসিয়াও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।



মন্তব্য চালু নেই