ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৪

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতিরও খবর পাওয়া গেছে।

এছাড়া ভূমিকম্পে ওই এলাকায় বৈদ্যুতিক ও গ্যাস সংযোগে বিপর্যয় দেখা দিয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে রয়টার্স জানায়, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল অন্তত ১০ কিলোমিটার। এর উৎপত্তি সুরিগাও শহরের ১৩ কিলোমিটার পূর্বে।

তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশংকা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

ভূমিকম্পটির পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন ফিলিপাইনের ভূকম্পন সংস্থার প্রধান রেনাতো সোলিদাম।

১৮৭৯ সালের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির পর থেকে এটিই মিন্দানাওয়ে সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন তিনি।

প্রাথমকি খবরে জানা গেছে, সুরিগাও বিমানবন্দরের রানওয়েতে ফাটল সৃষ্টি হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভূমিকম্পে একটি সেতু ও একটি হোটেল ধসে পড়েছে এবং কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় ও পানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।



মন্তব্য চালু নেই