ফিফা র‌্যাংকিং: বেলজিয়াম শীর্ষে

আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল কিংবা স্পেন- এমনসব ফুটবল পরাশক্তিদের পেছনে ফেলে প্রথমবারের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠছে বেলজিয়াম, এটা জানা গিয়েছিল আগেই। এবার সেটাই আনুষ্ঠানিভাবে প্রকাশ করলো ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিয়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনাকে হটিয়ে দিয়ে প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইডেন হ্যাজার্ড-মারুয়ানে ফেল্লাইনিদের বেলজিয়াম।

ইউরো ২০১৬-এর বাছাই পর্বে গত মাসে অ্যান্ডোরা আর ইসরায়েলের বিপক্ষে দুটি জয়ের পরই জানা গিয়েছিল ফিফা র‌্যাংকিংয়ের সর্বোচ্চ স্থানটি দখল করতে যাচ্ছে বেলজিয়াম। দুই ধাপ উন্নতি করে শীর্ষে ওঠার পথে তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকেও টপকে গেছে।

জার্মানি এখন আছে দ্বিতীয় স্থানে। দুই ধাপ নিচে নেমে আর্জেন্টিনার অবস্থান তিন নম্বরে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল আগের সেই চতুর্থ স্থানেই রয়েছে। কোপা আমেরিকার শিরোপা জেতা চিলি চার ধাপ এগিয়ে উঠে এলো পঞ্চম স্থানে।

স্পেন তাদের আগের অবস্থান ছয় নম্বরেই রয়েছে। দুই ধাপ নেমে কলম্বিয়ার অবস্থান সপ্তম। এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। তাদের অবস্থান অষ্টম। ইংল্যান্ড ও অস্ট্রিয়ার উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে ইংল্যান্ড আছে নবম স্থানে। আর এক ধাপ এগুনো অস্ট্রিয়ার অবস্থান এখন দশ নম্বরে।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরও। দুই ধাপ এগিয়ে তারা এখন অবস্থান করছে ১৮০তম স্থানে।



মন্তব্য চালু নেই