ফালুর এক মামলায় জামিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে বিস্ফোরক দ্রব্য আইনে বাড্ডা থানায় পুলিশের করা একটি মামলা থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার তার এ জামিন মঞ্জুর করেন।

তবে ফালুর বিরুদ্ধে অন্য মামলা থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালতে ফালুর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপর দিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন এ্যাটর্নিজেনারেল মাহবুবে আলম।

এর আগে, ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পর মোসাদ্দেক আলীকে আটক করে পুলিশ। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় পুলিশের করা একটি মামলায় ২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরেকটি মামলায় ফালুকে গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।



মন্তব্য চালু নেই