ফারাবীর হিটলিস্টে ছিলেন নিলয়!

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সফিউর রহমান ফারাবীর হিটলিস্টে ছিলেন নিলয় নীল।

শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার বাসা থেকে ব্লগার নিলয় নীলের লাশ উদ্ধার করে পুলিশ। সফিউর রহমান ফারাবীর ‘ইসলাম বিদ্বেষী’দের হিটলিস্টের একটি তালিকা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন নিলয়। সেই তালিকায় তার নাম আছে।

গত ৩ আগস্ট বিকেলে নিলয় পোস্টটি দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ফারাবী হুজুরের ইসলামবিদ্বেষী লিস্টে তো আমার নামও আছে, ইয়া মাবুদ, রক্ষা করো।’

৩ আগস্ট ‘দ্যা ভয়েস অব জিহাদ ফি সুবিলিল্লাহ’ নামের ব্লগের ওই পোস্ট শেয়ার করেন নিলয়। ব্লগের লেখাটি ছিল শফিউর রহমান ফারাবী নামে ইসলামি এক নেতার। ২০১৩ সালের ২৮ আগস্ট ফারাবী পোস্টটি লিখেছিলেন। সেই পোস্টে দেশের ‘ইসলামবিদ্বেষী’দের একটি তালিকা দিয়েছিলেন। যে তালিকায় নিলয় নীলের নাম আছে।

index

ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারাবীকে চলতি বছরের মার্চে গ্রেফতার করে র‌্যাব। পুলিশের ধারণা, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। তিনি কারাগারে রয়েছেন।



মন্তব্য চালু নেই