ফাইনাল ম্যাচে মিরপুরে ‘বৃষ্টি’র হুমকি নেই

বাংলাদেশ-ভারতের ফাইনালের বৃষ্টি কোনো সম্ভাবনা এখনো নাই। আবহাওয়া অধিদফতর ও ওয়েদার ডটকমের সূত্রানুযায়ী ঝকঝকেই থাকবে মিরপুরের আকাশ।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে আগামী ২৪ ঘন্টা আবহাওয়া শুষ্ক থাকবে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সকালের পর সন্ধ্যায় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূবালি লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ওয়েদার ডটকমের পূর্বাভাস দেখা যাচ্ছে, বাতাসের গতি ঘণ্টায় ৬ কিলোমিটার। আর্দ্রতা থাকবে ৫৫ শতাংশ। দিনের বেলা তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যায় সেটা ২১ ডিগ্রি সেলসিয়াস হবে। দৃষ্টিসীমা হবে ৩ দশমিক ৫ কিলোমিটার।



মন্তব্য চালু নেই