তীরে এসে তরি ডুবাল কলম্বিয়া

ফাইনালে সেই চিলিকেই পেল আর্জেন্টিনা

বছর খানেক আগের ঘটনা। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-চিলি। ১২০ মিনিটের জমজমাট লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে গিয়ে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসি-হিগুয়েনদের। বছর ঘুরতে চিত্রনাট্য একই। কোপার ফাইনালে আবারো মুখোমুখি আর্জেন্টিনা-চিলি।

বৃহস্পতিবার সকালে কলম্বিয়াকে ২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পেল চিলি। অপরদিকে তীরে এসে তরি ডুবাল কলম্বিয়া। সেমিতেই থামল হামেস রদ্রিগেজদের কোপার পথচলা। তাই হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে কলম্বিয়ানদের।

বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে শিরোপা নির্ধারণী ম্যাচ (ফাইনাল) গড়াবে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে। একদিকে যেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির শিরোপা ধরে রাখার মিশন, অপরদিকে আর্জেন্টাইনদের প্রতিশোধ ও ২৩ বছরের আক্ষেপ ঘোচানোর ম্যাচ।

এত দিনেও আর্জেন্টিনার ঝুলিতে জমা পড়েনি বৈশ্বিক কোনো ট্রফি, এমনকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বারকও। তাই এবারের ফাইনালে চিলিয়ানদের মরণ কামড়টাই দিতে চাইবেন মেসিরা। সেরাটা ঢেলে দিয়ে কোপার শিরোপায় চুমু আঁকতে চাইবেন জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।



মন্তব্য চালু নেই