ফাইনালে টাইগার একাদশে পরিবর্তন

রবিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। এমনটাই জানিয়েছে দলের ম্যানেজমেন্ট।

টাইগার মূল একাদশে দুটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় উইকেট রক্ষক ব্যাটসম্যান সোহান আর আরাফাত সানীর জায়গায় বিপিএল সেরা পেসার আবু হায়দার রনি।

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ফাইনালে থাকছেন বলাই যায়। শনিবার মিরপুরের মাঝ উইকেটের পাশে দীর্ঘক্ষণ ধরে সোহানকে ফিল্ডিং অনুশীলন ও ব্যাটিং প্রাকটিস করতে দেখা যায়।আগের চার ম্যাচে দলে থাকা মোহাম্মদ মিঠুনের বদলি হিসেবেই সোহান সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী ম্যাচের মতো ভারতীয় ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে চার পেসার নিয়ে নামার পরিকল্পনাও টিম ম্যানেজমেন্টের।

ফাইনাল ম্যাচে মাশরাফি, আল আমিন ও তাসকিনের সঙ্গী হতে পারেন বিপিএলে দেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারি আবু হায়দার রনি।

মূলত: ভারতের চার বাঁহাতি ব্যাটসম্যানের (যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও রবিন্দ্র জাদেজা) কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার আরাফাত সানী দলের বাইরে থাকছেন।



মন্তব্য চালু নেই