ফাইনালে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

২০১৬ সালে ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাধা ইতিমধ্যে অতিক্রম করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। তবে আজ শনিবার বাছাইপর্বের শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে ৮৯ রান করেও ৩১ রানের ব্যবধানে জয় পেয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়ে ভর করে বাংলাদেশ নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলা। পাশাপাশি নিশ্চিত করে বাছাইপর্বের ফাইনাল।

আজ শিরোপা নির্ধারণী ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশ যেমন দাপট দেখিয়ে ফাইনালে এসেছে, তেমনি আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলও। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে তারা ৮ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। দ্বিতীয় ম্যাচে ২৮ রানে হারায় চীনকে। আর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় পায়।

এরপর সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে ফাইনালে এসেছে আইরিশ মেয়েরা। আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জিততে হলে বাংলাদেশকে তাদের সেরাটা দিয়েই খেলতে হবে।



মন্তব্য চালু নেই