ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে

সরকারের নির্বাহী আদেশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন জেলা ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। আজ রাতেই এই কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হবে।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি এখন শেষের দিকে। প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মারুফ হাসান কারাফটকে সাংবাদিকদের বলেন, দুই মানবতাবিরোধী অপরাধীর সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি আজ রাতেই কার্যকর করা হবে। এ জন্য কেন্দ্রীয় কারাগারের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তাদের লাশ যে পথ দিয়ে যাবে সেইসব পথেও পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।



মন্তব্য চালু নেই