ফর্মূলা ই-রেসিং কারের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার

ফর্মূলা ওয়ান রেসিং জনপ্রিয় রেসিংগুলোর মধ্যে অন্যতম। মোবাইল ফোন বা কম্পিউটারেও এই রেসিং গেম গেমারদের পছন্দের শীর্ষে রয়েছে। রেসিং কারে যেহেতু অনেক গতির দরকার সেহেতু এসব গাড়ি ফুয়েলে চলবে এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাটারি চালিত ইলেকট্রিক কারের কথা শুনলে একটু চিন্তা হতেই পারে। ইলেকট্রিক রেসিংকার নিয়েও এখন হয় জনপ্রিয় রেসিং গেম ফর্মুলা-ই। চলুন জেনে নেয়া যাক এই শক্তিশালি ইলেকট্রোনিক কারের কি কি বৈশিষ্ট্য রয়েছে।

ইলেকট্রিক রেসিংকারগুলোর প্রধান চালিকাশক্তি ব্যাটারি। এই গাড়ি গুলোতে ২০০ কেজি ওজনের লিথিয়াম আয়ন সেলের ব্যাটারি ব্যবহার করা হয়। যা একাধারে ৩০০টি ল্যাপটপের এবং চার হাজার মোবাইল ফোনের ব্যাটারির ক্ষমতার সমান শক্তি সরবরাহ করতে পারে। এই ব্যাটারিটি ঘন্টায় ২৮ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে।

এই ইলেকট্রনিক গাড়িটিতে ইনভার্টার, মোটর,ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এই গাড়ির ইনভার্টারটি সেকেন্ডে ১০ হাজার বার বিদ্যুৎ উৎপন্ন করে। এতে রোটর এবং স্টার্টার রয়েছে। এর মোটর প্রতি মিনিটে বিশ হাজার ঘূর্ণন গতি উৎপাদন করতে পারে।

ইলেকট্রনিক কার বলে এর গতি কম এমন ভাবার সুযোগ নেই। এই গাড়িটি ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

ই-কারের গতি দেখুন ভিডিওতে:



মন্তব্য চালু নেই