ফরিদপুর মিউজিয়ামে মুক্তিযুদ্ধের সময়কার ছবি হস্তান্তর

ফরিদপুর জেলা পরিষদ মিউজিয়ামে আজ বুধবার দুপুরে মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ ৩০টি ছবি হস্তান্তর করেছেন বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) বৃহত্তর ফরিদপুর জেলার ডেপুটি লিডার ফিল্ড কমান্ডার সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর (সংরক্ষণের জন্য)।

আজ বুধবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে ছবিগুলো ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক কাজী জয়নুল আবেদীনের হাতে তুলে দেন শাহ মোহাম্মদ আবু জাফর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুরের সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম লালসহ প্রমুখ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে শাহ্ মোহাম্মাদ আবু জাফরের কাছে থাকা ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধাদের ৩০টি দুলর্ভ ছবি জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই