ফরিদপুরে স্বর্ণালংকারসহ ডাকাত সন্দেহে গ্রেফতার দুই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রাম থেকে সাত ভরি স্বর্ণালংকার ও নয় ভরি রৌপালংকারসহ ডাকাত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কুশাডাঙ্গা গ্রামের সকু শেখের পুত্র আবুল কালামের বাড়ীতে ডাকাতদলের সদস্যরা অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ী থেকে দুইজনকে আটক করা হয়। এসময় ওই ঘর থেকে সাত ভরি স্বর্ণালংকার ও নয় ভরি রৌপালংকার উদ্ধার করা হয়।

এসআই শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, স্বর্ণ ও রৌপালংকারের উৎস্য সম্পর্কে ডাকাতরা কোন তথ্য দিতে পারেনি।

উল্লেখ্য যে গত কয়েকদিন আগে ফরিদপুর সদর উপজেলায় ডাকাতি করতে গিয়ে গনপিটুনীতে নিহত হয় ৪ ডাকাত। তাদের মধ্যে ২ জনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। এরপরই ডাকাত চক্রের একটি ঘাটি রয়েছে বোয়ালমারীতে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহ ভাজন ডাকাতদের ধরতে ওই এলাকায় অভিযান চালিয়ে আসছিল পুলিশ।



মন্তব্য চালু নেই