ফরিদপুরে সাংবাদিকসহ বাস মালিক নেতা গ্রেফতার

ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল চৌধুরীকে মঙ্গলবার সকালে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, দ্রুত বিচার আইনে সাংবাদিক বেলাল চৌধুরীকে আটক করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও স্থানীয় দৈনিক নাগরিক বার্তার নির্বাহী সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে আটক করা হয়েছে গতকাল সোমবার রাতে ভাংগা থেকে। মহাসড়ক অবরোধ করে জনমনে আতংক সৃষ্টি, যানবাহন চলাচালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারন মানুষকে নাজেহালসহ একাধিক অভিযোগে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে আটক করা হয়েছে। কামরুলকে আটকের বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, ফরিদপুরের ভাংগা চৌরাস্তার মোড়ে বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদকের নের্তৃত্বে সোমবার রাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা যানবাহন চলাচল বন্ধ করে ত্রাস সৃষ্টি করে। বারবার নিষেধ সত্বেও আসামীরা এহেন কর্মকান্ড চালাতে থাকলে পুলিশ সাধারন মানুষের কথা চিন্তা করে তাৎক্ষনিক ভাবে তাকে আটক করতে বাধ্য হয়। পরে পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেছে। বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদকের আটকের পর তাৎক্ষনিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। আজ দুপুরের পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।



মন্তব্য চালু নেই