ফরিদপুরে পুলিশের হেফাজতে থাকাবস্থায় আসামীর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের হেফাজতে থাকাবস্থায় নুর মোহাম্মদ মুন্সী (৩৫) নামের এক আসামীর মৃত্যু হয়েছে।

উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল নালিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ দল নুর মোহাম্মদ ও তার ভাই নুরুল ইসলাম মুন্সী (৩০) কে গ্রেফতার করে।

নিহতের মা হাজেরা বেগম জানান, রাত সাড়ে বারোটার দিকে পুলিশ ফোন দিয়ে নুর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি অভেযোগ করে বলেন, পুলিশ দুই ভাইকে গ্রেফতার করার পর বাদী পক্ষের লোকজন তাকে মারধর করে আহত করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফসার উদ্দিন আসামীকে মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় পথিমধ্যে নুর মোহাম্মদ নামের এক আসামী অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, রাতে দুইজনকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এদের একজন মৃত অবস্থায় ছিল।

পুলিশ জানায়, সে জমিজমা সংক্রান্ত মামলার সাত ধারার আসামী। সম্প্রতি তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।



মন্তব্য চালু নেই