ফরিদপুরে পাঁচদফা দাবীতে ইন্টার্নী ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

ফরিদপুরে পেশাগত পাঁচদফা দাবী আদায়ে লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন করেছে ইন্টার্নী ডিপ্লোমা চিকিৎসকেরা।

মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে সকাল সোয়া দশটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত আধাঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।

ইন্টার্নী ডিপ্লোমা চিকিৎসক পরিষদ (ইডিচিপ) ফরিদপুর জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক মামুন মুস্তাফিজের নেতৃত্বে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

পাঁচদফা হলো- উচ্চ শিক্ষা (মেডিকেল কলেজ কোটাসহ ভর্তির ব্যবস্থা অথবা স্বতন্ত্র মেডিকেল কলেজ স্থাপন), ইন্টার্নী ভাতা প্রদান, নীতিমালা প্রণয়ন ওআবাসিক সমস্যা সমাধান, নতুন পদ সৃষ্টি ও তার বাস্তবায়ন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও পূর্বের ন্যায় পৃথক পরীক্ষা এবং ভর্তি যোগ্যতা ন্যুন্যতম জি.পি.এ ৪.০০ করা এবং নিরাপদ কর্মসংস্থান।



মন্তব্য চালু নেই