ফরিদপুরে পদ্মার পানি বিপদ সীমার ৩০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২৪ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৪ সে. মি. বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার ৩০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ছোট নদ-নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন নিম্ন এলাকা প্লাবিত হচ্ছে।

এদিকে বন্যার পানিতে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান গুলো। এদিকে সদর উপজেলার আলিয়াবাদ ও নথ্যচ্যানেল ইউনিয়ন, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গা

উপজেলার নিম্নাঞ্চলের ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। পানি বন্দি এই মানুষগুলোর যাতায়াত ব্যবস্থা একেবারের বন্ধ হয়ে রয়েছে। এসব এলাকায় খাবার পানি ও গো-খ্যাদের সংকট দেখা দিয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. শহীদুল ইসলাম তালুকদার বলেন, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি ৪সে. মি. বৃদ্ধি.পেয়েছে। পদ্মা নদীীর পানি এখন বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সরকারের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য বলে জানিয়েছেন বন্যাকবলিত মানুষ।



মন্তব্য চালু নেই