ফরিদপুরে জুটমিল কর্মচারী অপহরনের ৮ ঘন্টা পর উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি টাওয়ার সংলগ্ন স্থান থেকে বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে জুটমিল কর্মচারীকে অপহরন করার ৮ঘন্টা পর উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ। আপহরনকৃত ওবায়দুর রহমান শরীফ স্থানীয় জুট মিলের ষ্টোরকিপার। ফরিদপুর স্টান্ড থেকে ৬ টারদিকে নিজ বাসা মিলের কোয়াটার আসার জন্য পুরাতন স্টান্ডে এসে দাড়ালে একটি মাইক্রোবাস থেকে ৪/৫ জন লোক জোড়পূর্বক মাইাক্রোবাসে তুলে নিয়ে যাই তাকে। তার কাছে থাকা সব টাকা পয়সা ছিনিয়ে নেয় অপহরনকারীরা। অপহরনকারীরা ওবায়দুরের স্ত্রীর নিকট ফোন দিয়ে তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে। তার স্ত্রী প্রথমে তাদের দশ হাজার টাকা বিকাশ করে পাঠান। এরপর দ্বিতীয় বারে পনের হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পরে অপহরনকারীরা ওবায়দুরকে মেরে হাত পা জখম করে খাড়াকান্দির নিকট ফেলে রেখে চলে যায়।

এ সময় হাইওয়ের টহল পুলিশ এস আই মমিনুরের নেতৃত্বে ওবায়দুরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওবায়দুরের স্ত্রী লাভলী বেগম জানান, ফরিদপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।



মন্তব্য চালু নেই