ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

‘‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ৯টি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৫ পালন উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০১৫ এর উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা ও এর আগে শহরে বর্ণাঢ্য র‌্যালি’র আয়োজন করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ।

ফরিদপুরঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, সিনিয়র উপজেলা সদর মৎস কর্মকর্তা কার্তিক চন্দ্র্র সাহা, সহকারী পরিচালক মোঃ মহিউজ্জমানসহ উপজেলার মৎস্যজীবি সম্প্রদায়ের প্রতিনিধিরা। এছাড়া জেলার প্রত্যকটি উপজেলায় ভিন্ন ভিন্ন ভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তাগন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে ২৮ জুলাই থেকে ০৩ আগষ্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।



মন্তব্য চালু নেই