ফরিদপুরে গ্রেফতার ৭৩, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামিসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে জানানো হয়।

এ সময় দুটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ দুই কেজি ৯০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ৪৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত তথ্য উপস্থাপন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। পুলিশ সুপার জামিল হাসানের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি জানান, যৌথবাহিনী ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় অভিযান চালিয়েছে। এ সময় দুটি ওয়ান শুটারগানসহ তালিকাভুক্ত সন্ত্রাসী পিয়াল খানকে গ্রেফতার করা হয়। এছাড়া দুই কেজি ৯০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ৪৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যৌথ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামিসহ সর্বমোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযান চলবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন জানান, আটকৃতদের মধ্যে বোয়ালমারী থেকে নয়জন, আলফাডাঙ্গা থানা এলাকা থেকে দুজন, মধুখালী থেকে ছয়জন, ভাঙ্গায় ১৭ জন, নগরকান্দা থেকে তিনজন, সদরপুর থানা এলাকা থেকে দুজন, চরভদ্রাসন থেকে দুজন, সালথা থানা এলাকা থেকে সাতজন এবং কোতোয়ালি থানা এলাকা থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়।



মন্তব্য চালু নেই