ফরিদপুরে গমের বাম্পার ফলনের সম্ভবনা

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকসহ ব্যবসায়ীরা। জেলার সদর উপজেলাসহ সদরপুর, চরভদ্রাসন, সালথা, নগরকান্দা, বোয়ালমারী ও সালথায় এবার অন্যান্য ফসলের পাশাপাশি গমের বাম্পর ফলনের সম্ভবনা রয়েছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগের চেয়ে এ বছর জেলায় গম চাষে বেশী হয়েছে তাছাড়া এবার ফলন বেশী হয়েছে আহবাওয়া অনূকুলে থাকার কারনে। তবে গমের অবস্থা খুবই ভাল আছে যদি হুইটরাশ জনিত রোগের থেকে রক্ষা করা যায় এবং আবহাওয়া শিথিল থাকে তাহলে গমের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

জেলার কৃষকরা জানান, অনন্য ফসলের চেয়ে গম চাষ করা লাভজনক। কারণ গম চাষে তেমন কোন খরচ নেই। তাছাড়া গম যদি ভাল ফলে তাহলে ৫২ শতকের প্রতি বিঘায় ১৫ মন গম পাওয়া যায়। এ জন্য মাঝে গম চাষ কমে গেলেও পুনরায় কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ দিন দিন বেড়েই চলছে।



মন্তব্য চালু নেই