ফরিদপুরের মধুখালীর সাবেক ইউএনও’র বিরুদ্ধে তদন্ত কার্য শুরু

ফরিদপুরের মধুখালী উপজেলার সদ্য বদলি হওয়া সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ’র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কমিটি।

এ ব্যাপারটি নিশ্চিত করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিমকে এ তদন্তের ভার দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও মধুখালী উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের মো. শহিদুল শেখ উপজেলা পরিষদে এমএলএসএস পদে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান সেলিমকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, তদন্তভারের দায়িত্ব পাওয়ার পর আমি গত ৩০শে সেপ্টেম্বর চিঠি দিয়েছি। চিঠিতে বলা হয়েছে, ১৫ অক্টোবর সকাল ১১টায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্য পরিচালনা করা হবে।

মধুখালীর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (ওএসডি) সচিবালয়ে তাৎক্ষণিক বদলি করা হয়। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মধুখালীর সাবেক ইউএনও মোহাম্মদ হাবিবুল্লাহ’র মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোনটি ধরেননি।



মন্তব্য চালু নেই