ফরিদপুরের জেগে উঠেছে সড়ক পরিবহন সংগঠনগুলো

“সারা বাংলার পরিবহন শ্রমিক এক হও”এই স্লোগান তুলে ধরে ফরিদপুরে জেগে উঠেছে সড়ক পরিবহন সংগঠনগুলো।

আজ শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত শহরস্ত নতুন বাস টার্মিনালে শ্রমিক সংগঠনের নেতারা ও সাধারন বাস শ্রমিকরা হাতে হাত ধরে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে থাকে।

সারাদেশে বিএনপি ও জামাত শিবির কর্তৃক নৈরাজ্য, গাড়ীতে আগুন, গাড়ী ভাংচুর করে নিরীহ মানুষ ও শ্রমিক হত্যার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করে তারা। এতে সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি বাচ্চু চাকি বলেন, আর একটি পেট্রল বোমা ও গাড়ীতে আগুন দেওয়া হয় তাহলে বিএনপি ও জামাত শিবিরকে চিরতরে প্রতিহত করা হবে।

এছাড়া বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফজলু ফকির, নাজমুল হক, কামাল মাতুব্বর, বাবুল খানঁ, মোঃ ওয়াসিম শরীফ, হেলাল খানঁ, আব্দুস সালাম, ইসমাইল সেকসহ প্রমুখ।



মন্তব্য চালু নেই