ফন হালের কারণেই ম্যানইউ ছেড়েছেন দি মারিয়া

লুই ফন হালকে অনেকবার বলতে শোনা গেছে, আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড় দরকার তাঁর। আর্জেন্টাইন উইঙ্গারকে পেতে এ জন্য টাকা খরচ করতে দ্বিধা করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দি মারিয়াকে এনেছিল ওল্ড ট্র্যাফোর্ডে। অথচ এক মৌসুম যেতেই তাঁকে বিক্রি করে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে। ঠিক কী জন্য আর্জেন্টাইন তারকা ম্যানচেস্টার ছাড়লেন, কারণ হিসেবে অনেক ইস্যুই সামনে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ওসব ছিল গুঞ্জন, এবার দি মারিয়া নিজেই জানালেন তাঁর ম্যানইউ ছাড়ার কারণ। কোচ ফন হালের ট্যাকটিকস পছন্দ না হওয়াতেই তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছেন বলে জানিয়েছেন লাতিন আমেরিকার এক রেডিওকে।

ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড গড়ে ম্যানইউয়ে যোগ দেওয়ার পর ভালোই খেলছিলেন দি মারিয়া। কিন্তু চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকে ছন্দপতন হয় তাঁর। এ জন্য নিজের পছন্দের পজিশনে খেলতে না পারাকেই দায়ী করছেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফেরার পর ফন হাল তাঁর পজিশন বদলে দিয়েছিলেন বলে দাবি সাবেক রিয়াল তারকার। পিএসজিতে নাম লেখানোর পর এবারই প্রথম ফন হাল সম্পর্কে কথা বলেছেন তিনি ‘ইএসপিএন রেডিও আর্জেন্টিনা’তে। ডাচ কোচের কোচিং দর্শনের দিকে আঙুল তুলে দি মারিয়া বলেছেন, ‘ফন হালের কোচিং দর্শন আমার ম্যানইউ ছাড়ার পেছনের অন্যতম কারণ। ফন হালের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব কঠিন। তাঁর সঙ্গে কয়েকবার আমার ঝগড়াও হয়েছে।’ ইএসপিএন, এফপি



মন্তব্য চালু নেই