ফটোশপকে ‘না’ কেটের

ফটোশপ শব্দটির সঙ্গে সবাই পরিচিত। নিজের ছবিকে ফটোশপে দিয়ে অন্যের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলেন অনেকেই। একদিকে যেমন এটির রয়েছে ভালো দিক আবার সঙ্গে রয়েছে খারাপ দিকও। আর এটির ভালোর চেয়ে খারাপ দিকটিই বেশি দেখেন হলিউড তারকা কেট উইন্সলেট।

বিশ্বখ্যাত প্রসাধনী ল’রিয়েলের ল্যানকম পণ্যের দূত হিসেবে কাজ করছেন উইন্সলেট। কিন্তু ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলে দিয়েছেন, সারা বিশ্বে বিভিন্ন সাময়িকীতে তার যেসব ছবি প্রকাশিত হবে, এর কোনোটাই যেন ফটোশপে সম্পাদনা না করা হয়। এতে করে তরুণ প্রজন্মের সঙ্গে একরকম অন্যায় করা হয় বলেই মনে করেন তিনি। তাই ল্যানকমের সব বিজ্ঞাপনে উইন্সলেটকে দেখা যাবে তার সহজাত চেহারায়।

ফটোশপে নিজেদের বয়স লুকিয়ে রাখার ব্যাপারটি নতুন কিছু নয়। আর এই ব্যাপারটি বেশি করেন হলিউড সুন্দরীরা। কিন্তু বয়স যখন স্বাভাবিক একটা পরিনতি তখন এটি লুকিয়ে রাখার তো কিছুই নেই। আর তাই কেট উইন্সলেটের এমন সিদ্ধান্ত। কারণ তিনি সবার থেকে ভিন্ন পথে চলতে চান।



মন্তব্য চালু নেই