ফটিকছড়িতে আ.লীগের তিন প্রার্থীর ভোট বর্জন

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচন বর্জন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন প্রার্থী। শনিবার দুপুর ২টার দিকে পৃথকভাবে ভোট বর্জনের এ ঘোষণা দেন আওয়ামী লীগের তিন প্রার্থী।

এরআগে শনিবার সকাল ৮টায় একযোগে ৬১৪ ইউপিতে ভোট শুরু হয়। ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ এটি।

নৌকা প্রতীকের যে তিনজন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তারা হলেন- হারুয়ালছড়ির জুলফিকার আলী ভুট্টো, পাইন্দং ইউপির শাহ আলম সিকদার ও কাঞ্চন নগর ইউপির কাজী দিারুল আলম।

দুপুরে গনমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তিন প্রার্থী ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন। তারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পাইন্দং ইউপির চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সিকদার বলেন, পুলিশ প্রশাসন বিএনপ- জামায়াতের পক্ষে কাজ করছে। তারা নৌকা প্রতীকের লোকজনকে কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে।



মন্তব্য চালু নেই