ফখরুলের জন্য ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

নাশকতার ৩ মামলায় গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য ফের পরীক্ষার জন্য পাঁচ সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী ১২ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার আদেশ দেয়া হয়। ফলে সে পর্যন্ত ফখরুলের জামিন সংক্রান্ত আদেশ আর হচ্ছে না।

আদালত জানিয়েছেন, স্বাস্থ্য প্রতিবেদন পাবার পর আগামী ১৩ জুলাই ফখরুলের জামিন সংক্রান্ত আদেশ দেয়া হবে।

চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন ফখরুল। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে বুধবারের মধ্যে শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছিলেন আদালত। কিন্তু প্রতিবেদন না পাওয়ায় সেদিন জামিন সংক্রান্ত আদেশ দেয়া হয়নি।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন জয়নাল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ।



মন্তব্য চালু নেই