পড়ায় মনোযোগ দিতে চেয়েছিলেন জায়ান মালিক

মার্কিন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের গায়ক জায়ান মালিক নাকি গানে নয়, পড়াশোনায় মনোযোগ দিতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল ইংরেজিতে উচ্চতর শিক্ষা নেয়ার। কিন্তু ক্যারিয়ারের চাপে এমনটি করতে পারেন নি বলে আফসোস করলেন এই পপ তারকা।

২৩ বছর বয়সী জায়ান মালিক জানালেন, আগামী বছরেই তিনি তাঁর লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। তিনি বলেন, ‘নিজেকে শিক্ষিত করা এখন তেমন কঠিন ব্যাপার নয়। আপনি বাড়িতে বসেও পড়তে পারেন। আপনি কোন ক্লাসেও বসতে পারেন। তেমনি ভাবে আমিও আশা করছি ভবিষ্যতে এমন কোন ক্লাসে ঢুকে পড়ায় অংশগ্রহণ করবো।’

যারা ভবিষ্যতে সন্তান নিতে যাচ্ছেণ, তাদের জন্য নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান জায়ান। তিনি বলেন, ‘যখন আমার সন্তানেরা আমাকে শিক্ষার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি তাদের স্কুলে যেতে বলবো। কিন্তু যখন তারা আমাকে বলবে আমি গানে সময় নষ্ট করেছি, তখন যেন আমি বলতে পারি আমি স্কুলে ফিরে গিয়ে আমার ডিগ্রি নিয়েছিলাম।’



মন্তব্য চালু নেই