প্লাস্টিকের চালেও ভাত হয়? আপনার থালায় পড়ছে না তো!

ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের চাল পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে। চিন থেকে ভারতের বাজারে সেই চাল ব্যাপক হারে ঢুকলে মারাত্মক বিপদ।

চিন থেকে প্লাস্টিকের চাল ভারতে ঢুকছে বলে আশঙ্কা তৈরি হয়েছে অনেক দিনই। কিন্তু সেটা হলে তো মারাত্মক ব্যাপার। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সেই চাল পাওয়া গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সাধারণ চালের মধ্যে ওই কৃত্রিম চাল মিশে থাকার আশঙ্কাও রয়েছে।

অনেকেরই আশঙ্কা, চিনের এই চাল ভারতের বাজার ব্যাপক হারে ঢুকে পড়তে পারে। কারণ, একেবারেই সাধারণ চালের মতো দেখতে এই চাল। কিন্তু আসলে সেটা প্লাস্টিক ছাড়া আর কিছুই নয়। যা মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

শুধু চাল নয়, নকল ডিম, নকল বাঁধাকপি বানিয়েও অবাক করেছে চিন। তবে সবথেকে মারাত্মক উৎপাদন এই প্লাস্টিকের চাল। জানা গিয়েছে, প্লাস্টিকের সঙ্গে আলু ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এই চাল তৈরি হচ্ছে কারখানায়। এমন কিছু ভিডিও দেখা গিয়েছে যেখানে ব্যাপক হারে চাল উৎপাদন হচ্ছে।-এবেলা



মন্তব্য চালু নেই