যশোরের কিছু খবর

প্রেসক্লাব যশোরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক থেকে বস্ত্র বিতরণ শুরু করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। পরে শহরের বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিতছিলেন প্রেসক্লাব যশোরের সাধারন সম্পাদক এসএম তৌহিদুর রহমান ।

জামাতের রুকন আটক, বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার:
সোমবার রাতে যশোর কোতয়ালি পুলিশ জেনারেল হাসপাতাল সংলগ্ন বিপুল ড্রাগ হাউজে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী সাইদুর রহমান বিপুলকে আটক করে। দোকান তল্লাশী করে বিপুল পরিমান জেহাদি বই, লিফলেট, হাসপাতালের নকল ছাড়পত্র, কম্বল উদ্ধার করেছে। সে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আবু জাফরের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতাল সংলগ্ন বিপুল ড্রাগ হাউজে অভিযান চালানো হয়। এ সময় সাইদুর রহমান বিপুলকে আটক হয়েছে। তার ড্রাগ হাউজে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান জিহাদি বই, লিফলেট, পোস্টার, জেনারেল হাসপাতালের নকল ছাড়পত্র এবং অর্ধশত কম্বল উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায় আটক বিপুল জামায়াতের রুকন। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় ৫টি মামলা আছে।

বেসরকারি শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্ক্রেলের সাথে সমন্বয় করতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন:
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে বেসরকারি শিক্ষকদের বৈষ্যম্য দূর করার দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ। এসময় উপস্থিতছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আছাবুল গাজী, কোবাদ আলী, আলী আহম্মদ, ইউনুছ আলী প্রমুখ। লিখিত বক্তব্যে দাবি করেন বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষ্যেমের শিকার হয়ে আসছে। ৮ম পে কমিশন রিপোর্টে বেসরকারি শিক্ষকদের জাতীয় বেতন স্ক্রেলের সাথে বেতন সমন্বয় করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। যশোর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ বলেন বেসরকারি শিক্ষকরা বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে। অথচ বেসরকারি শিক্ষকরা সবচেয়ে বেশি শ্রম দিয়ে আসছে।



মন্তব্য চালু নেই