প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হচ্ছে

স্বাধীনতার ৪৪ বছর পর প্রথমবারের মতো আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাধানীর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে।

গত ২৮ মে ২০১৫ অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ-উত্তর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের সদস্যগণের উপস্থিতিতে ক্লাব লবির দেয়ালে স্থাপিত প্রতিকৃতি উন্মোচন এবং পঁচাত্তরের কালো রাতে শাহাদাত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

প্রতিকৃতি উন্মোচন ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সাংবাদিকদের জন্য জাতীয় প্রেসক্লাবের জমি বরাদ্দ দিয়েছিলেন।



মন্তব্য চালু নেই