প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ, আটক-১

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদ্রাসা ছাত্রীর গায়ে এসিড নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলু সরকারের মেয়ে রুবাইয়া রিতু (১৬)। পাশের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়িতে দাখিল মাদ্রাসায় পড়ে। এ বছর সে দশম শ্রেণিতে উঠেছে। কিছু বখাটে যুবক তাকে প্রায় উত্যক্ত করতো। বুধবার রাতে মেয়েটি বাড়িতে শোবার ঘরে পড়ালেখা করছিল। এসময় জানালা দিয়ে দুর্বৃত্তরা তার মুখে এসিড ছুঁড়ে। এতে, সে অসুস্থ্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাড়ির লোকজন প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। তার মুখের বাঁ দিকে কান, কানের নিচের অংশ ও মাথার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আশরাফুল নামে এক যুবকের নাম বলেছে এসিড আক্রান্ত রিতু। এরপর ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেয়েটির বাবা দুলু সরকার জানান, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আশরাফুলসহ কিছু বখাটে যুবক উত্যক্ত করত। এর মধ্যে আশরাফুল আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। সে বিষয়টি আমাকে জানায়। বুধবার রাত ৯ টার দিকে সে ঘরে পড়ালেখা করছিল। হঠাৎ ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে পানি জাতীয় দাহ্য পদার্থ তার মুখে ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রচন্ড জ্বালাপোড়া শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় আমার মেয়ে আশরাফুলকে চিনে ফেলে।

তিনি আরও জানান, ঘটনার দিন বিকেলে আশরাফুল আমার মেয়ের মোবাইলে খারাপ মেসেজ দিয়েছিল। মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে এসিডের পরিবরর্তে এসোল্ড লিখতে বলে সন্ত্রাসীরা।

ওসি জানান, আটক আশরাফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে, তার কথা বার্তায় এসিড নিক্ষেপের সন্দেহ হচ্ছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



মন্তব্য চালু নেই