প্রিয়াঙ্কাকে নিয়ে ভারতীয়রা গর্বিত!

প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে ২০১১ সালে বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবার এ পুরস্কার পান প্রিয়াঙ্কা। জানা যায়, ১৪৭তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের গৌরবময় জয়ন্তীতে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেবে দাদাসাহেব ফিল্ম ফাউন্ডেশন। মুম্বাইয়ে ২৪ এপ্রিল ভারতীয় চলচ্চিত্রের মহারথীদের উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেওয়া হবে ৩৩ বছর বয়সী এ নায়িকার হাতে।

চলতি বছর পদ্মশ্রী খেতাবেও ভূষিত হয়েছেন প্রিয়াঙ্কা। বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য জিতেছেন পিপল’স চয়েস অ্যাওয়ার্ড, পুরস্কার দিতে উঠেছেন অস্কার মঞ্চে, এখন অভিনয় করছেন হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে। তাই তাকে নিয়ে ভারতীয়রা দারুণ গর্বিত।

প্রিয়াঙ্কা ২০০৩ সালে ‘দ্য হিরো : লাভ স্টোরি অব এ স্পাই’ সর্বপ্রথম অভিনয় করেন। সানি দেওল এবং প্রীতি জিনতা ছিল মূল ভূমিকায়। একই বছর তিনি আন্দাজ ছবিতে অক্ষয় এবং লারা দত্তের বিপরীতে অভিনয় করেন। ‘ডন’, ‘বরফি’, ‘মেরি কম’-এর মতো ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছেন।



মন্তব্য চালু নেই