প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৬ হাজার

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ১৬ হাজার দুইশত সাতটি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) লিখিত প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদ সাত হাজার ৯৫২টি এবং নবজাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্যপদ আটহাজার ২৫৫টি। নিয়োগের লক্ষ্যে পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, প্রধান শিক্ষকের পদটি বর্তমানে ২য় শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ২৬ হাজার একশত ৯৩টি রেজিস্ট্রার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ইতোমধ্যে জাতীয়করণ করা হয়েছে। বর্তমানে আর কোন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় নেই। আপততঃ নতুন করে কোন স্কুল সরকারীকরণের পরিকল্পনা সরকারের নেই।



মন্তব্য চালু নেই