প্রহসনের নির্বাচন হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি প্রহসনের নির্বাচন হয়ে গেল। নির্বাচন নিয়ে আমাদের যে আশঙ্কা ছিল তা সত্য প্রমাণিত হলো।

বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে ২৩৪টি পৌরসভার মধ্যে ১৫৭টি পৌরসভায় ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ আমাদের কাছে আছে। এ সংখ্যা্ ২০০ হতে পারে। ১৫৭ পৌরসভায় দেড় হাজারের মতো কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখল হয়েছে। এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজ সকাল থেকে যে নির্বাচন হয়েছে তাতে সুস্থ নির্বাচনের লেশমাত্র চিহ্ন ছিল না। হামলা, গ্রেপ্তার, জালভোট ও কেন্দ্র দখলের মাধ্যমে গোটা নির্বাচনকে একটি ট্রাজিডিতে পরিণত করা হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি আনুগত্য আরেকবার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলো। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় বিষয়টি আবারও প্রমাণিত হলো। কারণ এ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে না, তারপরেও সরকার স্থানীয় নির্বাচন নিয়ে এমন আচরণ করলো।



মন্তব্য চালু নেই