প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবীতে মানববন্ধন ও ধর্মঘট

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রস্তাবিত শিক্ষা আইন’১৬ এর কয়েকটি ধারা ও উপধারা সংশোধনের দাবীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুড়িগ্রাম শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পুস্তক ব্যবসায়ীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেন। একই দাবিতে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার সকল বইয়ের দোকান বন্ধ রাখা হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বাপুস এর জেলা শাখার আহবায়ক কেএম বদরুল আহসান মামুন, সদস্য সচিব আল আমিন সরকার,নীতিমালার স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ স্বপন, সদস্য কেএম মমিনুর রহমান ফরহাদসহ জেলা কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দেশের ২৫লাখ মুদ্রণ শিল্পের সাথে যুক্ত শ্রম জীবি মানুষের কর্মসংস্থান বাঁধাগ্রস্থ না করতে অবিলম্বে দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর নিকট আহবান জানান হয়।



মন্তব্য চালু নেই