প্রশ্নপত্র ফাঁসরোধে সহজ সমাধান দিলেন পলক

প্রশ্নপত্র ফাঁসরোধে সহজ সমাধান দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই সঙ্গে তিনি ফাঁসরোধে শিক্ষামন্ত্রীর দেয়া ৩২ সেট প্রশ্নপত্র ছাপানোর প্রস্তাবেরও বিরোধিতা করেছেন।

শনিবার ইত্তেফাক ভবনে প্রযুক্তি বিষয়ক এক সেমিনারে প্রতিমন্ত্রী তার বক্তব্যে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘এ মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ হচ্ছে। শিক্ষামন্ত্রীও ফাঁসরোধে ৩২ সেট প্রশ্নপত্র ছাপানোর কথা বলেছেন। কিন্তু প্রযুক্তির এ যুগে এটি কোনো সমাধান নয়।’

পলক বলেন, ‘আমরা এ সমস্যা সমাধানে পথ খুঁজছি। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ-আলোচনা করছি এ বিষয়ে সমাধানের জন্য।’

তবে এ বিষয়ে তিনি একটি সহজ সমাধান দিয়ে বলেন, ‘৬৪ জেলায় আমাদের অপটিক্যাল ফাইবার কানেকশন রয়েছে। পরীক্ষার দিন সকালে দুই ঘণ্টা আগে এ নেটওয়ার্ক ব্যবহার করে নির্ধারিত প্রশ্নপত্র সরবরাহ করা যেতে পারে। এতে করে ৩২ সেট প্রশ্নপত্র ছাপার খরচও বাঁচবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা আরো বিকল্প সমাধান খুঁজছি যেগুলো শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব আকারে দেয়া হবে।’

এদিকে গত বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বছরের পরীক্ষা থেকে ৩২টি সেট করা হবে। এতে যারা প্রশ্ন ফাঁস করবে তাদের ৩২টি সেটই করতে হবে। এবং শিক্ষার্থীদের সঠিক প্রশ্ন নির্ধারণ করতে ৩২টি সেট পড়তে হবে। তাহলে তাদের পাঠ্যবইয়ের সবটাই পড়তে হবে। মূলত এটি করার উদ্দেশ্যই হচ্ছে যাতে অসৎ লোকরা দেশের উদীয়মান শিক্ষার্থীদের বিপথে নিতে না পারে।’



মন্তব্য চালু নেই