প্রশিক্ষণ শেষে প্রবাসে যাচ্ছেন নারায়ণগঞ্জের ২৬০ গৃহকর্মী

গৃহকর্মীর কাজের জন্য হংকং ও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন নারায়ণগঞ্জের ২৬০ জন নারী। হংকং যেতে প্রত্যেক নারীর খরচ হবে ২০ হাজার টাকা আর মধ্যপ্রাচ্যে যেতে কোনো টাকা লাগবে না।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের জামতলায় হীরা কমিউনিটি সেন্টারে ৫ শতাধিক গৃহকর্মীর প্রশিক্ষণ শেষে ৬০ জনকে হংকং এবং মধ্যপ্রাচ্যের জন্য ২০০ গৃহকর্মীকে বাছাই করা হয়েছে।

উইন ইন্টারন্যাশনালের রিক্রুটিং ম্যানেজার জানান, প্রশিক্ষণের পর ৫০০ গৃহকর্মীর মধ্য থেকে ৬০ জন হংকং ও ২০০ জন মধ্যপ্রাচ্যের জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে পাঠানোর জন্য বাছাই করা হয়েছে।

তিনি জানান, ওইসব দেশে গৃহকর্মীরা বেতন পাবেন বাংলাদেশের টাকায় ৪১ হাজার ৫০০ টাকা এবং থাকা খাওয়া, বীমা ও চিকিৎসা সেবা ফ্রি।

তিনি আরো জানান, হংকং যেতে তাদের ফি দিতে হবে ২০ হাজার টাকা এবং মধ্যপ্রাচ্যে যেতে তাদের কোনো ফি ধরা হবে না। চাকরির মেয়াদ থাকবে দু’বছর, যা নবায়ন করা যাবে।



মন্তব্য চালু নেই