প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সব সরকারের আমলেই বিচার বিভাগের ওপর বিমাতাসূলভ আচরণ চলে আসছে। প্রশাসন কোনো সময়ই চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক। অথচ বিচার বিভাগ প্রশাসনেরও নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সবসময় বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা নিজ বিভাগে নিরাপত্তা না পেলে বিচার বিভাগের কাছে আসেন। বিচার বিভাগ তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধু টাকা থাকলেই দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’

বার লাইব্রেরী মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল মোছাব্বির। বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত প্রমুখ।



মন্তব্য চালু নেই