প্রশাসনের তিন স্তরে ৫ শতাধিক কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনের তিন স্তরে রোববার ৫ শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

এদের মধ্যে উপসচিব পদে ২০৫ জন, যুগ্মসচিব পদে ১৮৬ জন ও অতিরিক্তসচিব পদে ১৪৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়া দেশের বাইরে লিয়েনে থাকা আরও কয়েকজনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা দেশে ফিরলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সবমিলে পদোন্নতির এ সংখ্যা ৫৪০ জনের কাছাকাছি।

উপসচিব পদে ২১তম ব্যাচ, যুগ্মসচিব পদে ১১তম ব্যাচ ও অতিরিক্তসচিব পদে ১৯৮৬’র ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হয়েছে।

এছাড়া প্রতিটি স্তরে পদোন্নতির ক্ষেত্রে লেফট আউট (অতীতে পদোন্নতি পাননি) কর্মকর্তাদের বিবেচনা করা হয়েছে।

এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।



মন্তব্য চালু নেই