প্রশাসনকে সহযোগিতার আহ্বান আইজিপির

হরতাল-অবরোধের নামে চলমান নাশকতা বন্ধ করতে প্রশাসনকে সহযোগিতা করতে দেশবাসীকে অনুরোধ করেছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে হরতাল-অবরোধে নাশকতার শিকার ব্যক্তিদের দেখতে এসে দেশবাসীর প্রতি এই অনুরোধ করেন তিনি।

দেশবাসীকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সহযোগিতা করুন। আপনারা সোচ্চার হলেই নাশকতাকরীদের প্রতিহত করা সম্ভব। কারণ, জনগণ জানে তার এলাকায় কারা এসব কর্মকাণ্ড ঘটায়।’

নাশকতায় আহত ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি প্রশ্ন করে বলেন, ‘অগ্নিদগ্ধ লোকগুলো রাজনীতির সঙ্গে জড়িত না, তারা কি করেছে যে তাদের এভাবে পুড়িয়ে মারা হচ্ছে?’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা নাশকতা ঘটাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হলেও ইতোমধ্যে প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।’

এই অভিযানকে আরো বেগবান করা হবে বলেও জানান আইজিপি।



মন্তব্য চালু নেই