প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা-২আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেছেন জ্ঞানবিজ্ঞান এবং বিশ্বায়নের যুগে গতানুগতিক শিক্ষার কোন মুল্য নেই। এমনকি এ শিক্ষা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কোন কাজে আসতে পারে না। সুতরাং গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে পিছে ফেলে প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। বুধবার সকাল ১০টায় শাপলা ভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একযোগে দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’র উদ্বোধনের পরপর তিনি সুজানগর উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এমপি আরজু উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন বর্তমান প্রতিযোগিতার যুগে বহুমুখী ও প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সেন্টারকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারলে একদিকে এসংক্রান্ত জ্ঞান বিকশিত হবে, অন্যদিকে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন স্বার্থক হবে। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ও সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমিরা সুলথানা পলী, থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আসিব শামীম জয়।



মন্তব্য চালু নেই