প্রভা-নিলয়ের ‘অথচ ক্যাকটাস নয়’

কবিতা ও কাব্য একে অন্যকে ভালবেসে বিয়ে করে। কাব্য চায় কবিতা অবলম্বী হোক, তাই কাব্য কবিতাকে একটি চাকরিতে যোগ দিতে বলে। কবিতার তেমন কোন আগ্রহ ছিল না চাকরির ব্যাপারে, তবে কাব্যর প্রচন্ড উৎসাহ ছিল। কবিতা ভয়ে ভয়ে চাকরিতে জয়েন করে। কবিতার বস মিঃ চৌধুরী কবিতার কাজের প্রতি নিষ্ঠা এবং উৎসাহ দেখে মুগ্ধ হন। অফিসে কবিতাকে বেশী সময় দিতে হয়। কাব্য কবিতাকে ভুল বুঝতে শুরু করে। কবিতা কিছুতেই কাব্যকে বোঝাতে পারে না। কাব্য এক পর্যায়ে কবিতাকে ডিভোর্সের কথা বলে। কবিতা অভিমান করে কাব্যর কাছ থেকে বহু দূরে চলে যায়। কয়েক বছর পর কাব্য নিজের কাজ নিয়ে একটি অফিসে ঢোকে বিশাল অফিস এবং একটি সাকসেসফুল এডফার্ম। কবিতা এই এডফার্মের মালিক। এমন একটি গল্পের নাটকের নাম ‘অথচ ক্যাকটাস নয়’। শামীমা শাম্মী’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, নিলয়, তারিক আনাম খান, বন্যা মির্জা প্রমূখ। আগামী ৪ মার্চ শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এই নাটকটি।



মন্তব্য চালু নেই