প্রবাসীদের সহযোগিতায় পুলিশের হেল্প ডেস্ক

প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসে রয়েছেন। তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তাদের সমস্যা সমাধানকল্পে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে প্রবাসী হেল্প ডেস্ক। ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বরও রয়েছে। প্রবাসীরা ই-মেইল ও মোবাইলে যোগাযোগ করে অভিযোগ কিংবা সহায়তা চাইতে পারবেন।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসে রয়েছেন। তারা তাদের পরিশ্রমের টাকা দেশে পাঠান। তাদের পাঠানো টাকায় রেমিটেন্স বাড়ে বাংলাদেশের। অথচ তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তারা দেশে এসেও নানা সমস্যায় পড়েন। তা আমরা খেয়াল করি না।’

তিনি বলেন, ই-মেইল [email protected] এবং মোবাইল ০১৭৬৯৬৯০০১৯। এখানে যোগাযোগ করে যেকোনো প্রবাসী বাংলাদেশি সহযোগিতা নিতে পারবেন পুলিশের।

শুধু তাই নয়, জেলা শহরগুলোতেও যেন প্রবাসীরা পুলিশি সহযোগিতা পান, সেজন্য পুলিশ সুপারদেরকেও সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই