প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। পদোন্নতি ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ থাকায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ওইসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাভার উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২১টি। এর মধ্যে ১৭টি নতুন ও ৩৬টি পুরনোসহ ৫৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এক থেকে পাঁচ বছর পর্যন্ত এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০১০ সালে উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা বিভাগ। তবে এখন পর্যন্ত ওই নতুন বিদ্যালয়গুলোতেও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। অবশিষ্ট ৩৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অবসরে যাওয়ার পর থেকে পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ বলেন, পদোন্নতি বন্ধ ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলেই প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে।



মন্তব্য চালু নেই