প্রধানমন্ত্রী, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘আমি এমপি নই, আপনার মতো বড় নেতাও নই, তবুও আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার নির্বাচনী এলাকায় আমার সঙ্গে নির্বাচন করেন। যদি পাস করতে পারেন তবে আপনাকে সালাম দিয়ে আমি রাজনীতি থেকে চলে যাবো।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য যে রাস্তায় চলছেন তা মসৃণ নয়। আন্দোলন শুরুর আগেই অপকর্ম বন্ধ করুন অনথ্যায় কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের নেতাকর্মীদের গুম করতে ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে ১০০ ক্যাডার আনা হয়েছে বলে অভিযোগ করে এম কে আনোয়ার বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মী গুম করতে ভারতে ১০০ ক্যাডার বাহিনীর প্রশিক্ষণ দেয়া হচ্ছে শ্রীলঙ্কান গণমাধ্যমে এই সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছিলো সেটাকে গুরুত্ব না দেয়ায় দেশে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে।’

জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিলো আওয়ামী লীগকে ধ্বংস করা প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে জবাই করে একদলীয় শাসন কায়েম করেছিলো। আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে চেয়েছিলো সেই জাসদ এখন আওয়ামী লীগের ভেতরে রয়েছে।’

জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরে আরা সাফা। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।



মন্তব্য চালু নেই