প্রধানমন্ত্রীর প্রতিটি কথায় দাম্ভিকতার পদধ্বনি

সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কথায় অহংকার, দাম্ভিকতা ও ক্ষমতা অপব্যবহারের পদধ্বনি ফুটে উঠেছে।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গতকাল বৃহস্পতিবার গণভবনে সংলাপের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন সেটা স্বৈরশাসকের কথারই প্রতিফলন হয়েছে। এই কথা বলার মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর আসল চরিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চান না একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত হউক। তিনি বিচারাধীন মামলায় প্রভাব সৃষ্টি করে তারেক রহমানকে ফাঁসাতে চাইছেন। যার কারণে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। চার্জশিট বাতিল করে আবার তদন্ত করা হয়েছে।


মন্তব্য চালু নেই