‘প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন, তাদের মুখের ভাষা শুনলে…’

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, দায়িত্ব পালন করছে না। যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, কথাই তো শোনেন না। তার পাশে যারা আছেন, ও মাই গড… তাদের মুখের ভাষা শুনলে…।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এক আলোচনায় তিনি এ সব কথা বলেন।

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। খোন্দকার দেলোয়ার স্মৃতি পরিষদ এ আলোচনার আয়োজন করে।

আলোচনার শুরুতে খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সুরা ফাতেহা ও মোনাজাত করা হয়।

সংলাপে বসার ইঙ্গিত দিয়ে বিকল্পধারার নেতা বলেন, ‘পৃথিবীর যে কোনো সমস্যা কথা বলার মাধ্যমে সমাধান হয়েছে।’

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ক্ষমতা দেখানোর রাজনীতি করেন। অথচ মানুষ তাদেরকে ভোট দেয় আমাদের (জনগণের) দায়িত্ব নেওয়ার জন্য।’

সালাহ উদ্দিনকে নিয়ে ক্ষমতাসীনদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব সালাহ উদ্দিনকে খুঁজে বের করা। রাজনৈতিকভাবে কতটা নিষ্ঠুর হলে তারা এ ধরনের কথা বলতে পারেন!’

‘গণতান্ত্রিক সংগ্রাম চলছে একজন সহযোদ্ধা হিসেবে সালাহ উদ্দিনকে ফিরে পেতে চাই’—বলেও উল্লেখ করেন তিনি।

খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতিচারণ করে বিকল্পধারার সভাপতি বলেন, ‘তিনি শুধু রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক।’

দেশকে যারা ভালোভাসেন তারাই ভালো রাজনীতিক বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘আজকে হতাশার সীমা নেই। গতকাল (সোমবার) আমি সালাহ উদ্দিন আহমেদের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তার ছেলে-মেয়ের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের ঘটনার মতো যেন আর কোনো ঘটনা না ঘটে। একটি স্বাধীন সার্বভৌম দেশ থেকে একজন নেতা হারিয়ে যাবেন তার কোনো উত্তর আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের জানা নেই?’

তিনি আরও বলেন, ‘সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে। সে দেশে এ ধরনের ঘটনা কারও কাম্য নয়।’

‘রাজনীতি সঠিকভাবে পরিচালিত হলে সুন্দর দেশ হবে’— উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, ‘সালাহ উদ্দিনকে ফিরে পেতে এক বার নয়, দুই বার নয়, বহুবার মিছিল-মিটিং করতে হবে। যাতে অন্য কারও এমন অবস্থা না হয়।’

সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আকতারুজ্জামান বলেন, ‘বিএনপির অনেক দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি না। অনেকেই আত্মগোপনে আছেন, তারাও রাজপথে নামতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আত্মগোপেনে থাকলে চলবে না। আমরা গ্রেফতারে ভয় পাই না। আন্দোলন সফল হবেই। বিজয় আমাদের হবেই। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে যাব।’

খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ডা. খোন্দকার আকবর হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি প্রমুখ।



মন্তব্য চালু নেই