প্রধানমন্ত্রীর কার্যালয়ে তথ্য পাঠাতে ফন্টের আকার ১৪

এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কাছে যে কোনো প্রকল্প বা প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে ফন্ট সাইজ ১৪-এ লিখতে হবে।

সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা সকল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি চিঠির (পত্র নং-৩২৭) মাধ্যমে নির্দেশনাটি দেয়া হয়।

জানা গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কোনো প্রকল্প, প্রতিবেদন, তথ্য বা সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অবগতি বা পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। কিন্তু বিভিন্ন সংস্থা আলাদা আলাদা ফন্ট বা নীতিমালা অনুসরণ করে। কিন্তু এসব প্রতিবেদন বা তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একত্রিত করে দেখায় সময় অসামঞ্জস্য সৃষ্টি হয়।

তাই নির্দেশনা দেয়া হয়েছে, ইংরেজি বা বাংলায় এসব প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ফন্টের আকার যেন হয় ১৪।

প্রসঙ্গত, সাধারণত সরকারি কাজে বাংলার ক্ষেত্রে Nikosh ও SutonnyMJ এবং ইংরেজির ক্ষেত্রে Arial ফন্ট ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে ফন্টের ১৪ সাইজ ব্যবহারের কথা বলা হয়েছে।



মন্তব্য চালু নেই